শিবপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
- আপডেট সময় : ০৪:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ৯২
মাহবুব খান, নরসিংদী :
নরসিংদীর শিবপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন স্থাানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজীব এর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি মাহমুদুল হাসান রাসেল,শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ,বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। পরে কুইজ প্রগিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।