বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা
- আপডেট সময় : ০৮:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
- / ৬৪
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর নেতৃত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার (১১ডিসেম্বর) দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম ও সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর নেতৃত্বাধীন নবগঠিত আওয়ামী লীগ কমিটির নেতৃৃত্বে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ কে সাংগঠনিকভাবে শক্তিশালী করার অভিমত ব্যক্ত করেন গৃহায়ণও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলপুর – তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য শরীফ আহমেদ এমপি। এর আগে ৩ডিসেম্বর শনিবার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নতুন কমিটির সভাপতি এহতেশামুল আলম এর আগে মহানগর আওয়ামী লীগের কমিটিতেও সভাপতি ছিলেন। যদিও তিনি সদ্য অনুষ্ঠিত সম্মেলনে পুনরায় মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ছিলেন তবে দলের জন্য তার মেধা,শ্রম আর নিরলস দায়িত্ব পালনের ভূমিকাকে গুরুত্ব দিয়ে তাকে জেলা আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। অপরদিকে এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে দলকে সাংগঠনিক ভাবে এগিয়ে নিতে ভূমিকা পালন করায় করায় তাকে দ্বিতীয় মেয়াদে আবারও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় ।এসময় তাদের সাথে ছিলেন-ধোবাউরা – হালুয়াঘাট আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জুয়েল আরেং এমপি, কাজিম উদ্দিন আহমেদ ধনু,সংরক্ষিত আসনের মনিরা সুলতানা মনি এমপি, আমিনুল হক শামীম সিআইপি, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও সিটি কর্পোরেশন এর মেয়র মো ইকরামুল হক টিটু, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত,ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, আওয়ামী লীগ নেতা এডভোকেট পিযুষ কান্তি সরকার, এডভোকেট ফরিদ আহমেদ, এম এ কদ্দুস, শওকত জাহান মুকুল, অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু,অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, মোস্তাফিজুর রহমান ভাসানী, মিজানুর রহমান ডেবিট, বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিহারিকা পারভীন ইভা, মহানগর যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক স্মৃতি আক্তার প্রমূখ। এ সময় ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়।