মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
- আপডেট সময় : ০৪:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ১১৭
এনায়েত করিম রাজিব :
সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রবিবার, ১৭ মার্চ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,মোরেলগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠন ।
শ্রদ্ধা নিবেদন শেষে বর্ণ্যাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে শিশু সমাবেশ অনুস্ঠিত হয়।
এ সময়ে, উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার মোরেলগঞ্জ সার্কেল মো.আশিকুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন, শিক্ষা কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ, পল্লী বিদ্যুৎ জোনাল ম্যানেজার ওয়াদুদ খন্দকার,ও সি তদন্ত শাহজাহান আলী ও স্থানীয় সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। পরে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন করা হয়।