মাহমুদ হাসান রনি :
চুয়াডাঙ্গার জীবননগরের উথলী মোল্লাবাড়িতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় জীবননগর উপজেলার সিংনগর গ্রামের আবুল হাসেমের ছেলে নুরনবী(১৭) উথলী বাসষ্টান্ড হতে বাইসাইকেলে বাড়ি ফিরছিল।
এ সময় মোল্লাবাড়ি নামক স্থানে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস খাতুন এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব-২৪০৮) চলন্ত একটি মিশুক ও বাইসাইকেলকে ঢাক্কা দিলে ঘটনাস্থলেই নুরনবীর মৃত্যু হয়।
এ ঘটনার পর উত্তেজিত জনতা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।খবর পেয়ে জীবননগর থানা পুলিশ এবং জীবননগর অগ্নিনির্বাপকের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ২ ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না