মো. মিঠু মিয়া, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ ১২ বছর ধরে পলাতক ৬ বছরের সাজাপ্রাপ্ত জিনের বাদশা মোশারফ হোসেন মশা কে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
বৃহঃপতিবার রাত দেড়টায় গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসের এসআই প্রলয় কুমার বর্মার নেতৃত্বে এএসআই মোমিনুর রহমান, এএসআই হাবিবুর রহমান দরবস্ত ইউনিয়নের করতোয়া নদীর দুর্গম চর চক রহিমাপুর এলাকা হইতে তাকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃত ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ মোশারফ হোসেন ওরফে মশা গোবিন্দগঞ্জ থানার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ি গ্রামের বাবলু মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায় সাজাপ্রাপ্ত আসামী মোশারফ ২০১২ সালে সিরাজগঞ্জ জেলার জিনের বাদশার প্রতারণার মামলা নং জিআর- ৫০৮/১২ (সিরাজ) এর আসামি ছিলেন। ওই মামলায় সিরাজগঞ্জ জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এর বিচারক আসামি মোশারফ কে প্রতারণার দায়ে ৬ বছরের সাজা প্রদান করেন।
সাজার রায় ঘোষনার পর হতে আসামী মোশারফ হোসেন পলাতক ছিলেন। আসামীর বিরুদ্ধে আরো ৩ টি মামলা আছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে আগামীকাল কোর্টে চালান করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না