মাহমুদ হাসান রনি :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাছের সাথে ধাক্কা লেগে চলন্ত মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার হারদি-ওসমানপুর সড়কের কানাপুকুর মাঠ নামক স্থানে কুষ্টিয়ার মীরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজনগর গ্রামের মো. রশিদুল ইসলামের ছেলে জীবন (১৮) তার চাচাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে হারদি বাজারে ঘুরতে যায়। ফেরার পথে মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসমানপুর ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কায়েস মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হারদি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল হতে উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না