এনায়েত করিম রাজিব :
বাগেরহাটের মোরেলগঞ্জে এক তাঁতীলীগ নেতার বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার দিবাগত রাত ৪ টার দিকে পঞ্চকরণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ওয়ার্ড তাতীলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ফকির এর দোতলা বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়েছে। ঘরের সাথে থাকা একটি ওষুধের দোকান ও একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকানও পুড়ে গেছে। যাতায়ত ব্যবস্থা খারাপ থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছাতে পারেননি। আগুনের সূত্রপাত সম্পর্কে কোন স্বচ্ছ ধারণা পাওয়া যায়নি।
দেলোয়ার হোসেন বলেন, ঘটনার রাতে ওই ঘরে তার ভাগনে মোটরচালক সজল (২৫) একাকী ঘুমিয়ে ছিল। রাত ৩ টার দিকে আকস্মিকভাবে ঘরে আগুন জ্বলতে দেখে। পরিকল্পিতভাবে শত্রু পক্ষের লোকেরা ঘরে অগ্নিসংযোগ করেছে। এতে তার কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সাস্দ্দুীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না