আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে দামুড়হুদার সর্বস্তরের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের সাথে বর্তমান চেয়ারম্যান বাবুর মতবিনিময়
- আপডেট সময় : ০৩:৫১:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১২০
মাহমুদ হাসান রনি:
আসন্ন ৪ঠা মে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে দামুড়হুদার সর্বস্তরের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের সাথে বর্তমান চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় দর্শনা অডিটোরিয়াম প্রাঙ্গণে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবুর আয়োজনে এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টা।দর্শনা পৌর আওয়ামীলীগের যুগ্নসম্পাদক গোলাম ফারুক আরিফের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান চেয়ারম্যান ও আগামী ৪ঠা মে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী, দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হযরত আলী,কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আঃ করিম, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি,
উপজেলা যুবলীগের সভাপতি আঃ হান্নান ছোট প্রমুখ।উল্লেখ্য আগামী নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবুকে আগামী নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নির্বাচনের লক্ষে প্রতিনিধিত্ব ব্যক্তিগণ মতামত প্রকাশ করেন।