মোজাম্মেল হক:
চাটখিলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গতকাল শনিবার দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতি চাটখিল উপজেলা শাখার সাধারন সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ.এম ইব্রাহিম এমপি।
কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বক্তব্য রাখেন। এসময় শিক্ষক নেতৃবৃন্দ প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সৃষ্টি করতে সংসদে আইন পাসের প্রস্তাব উপস্থাপনের জন্য স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিমের কাছে দাবি জানান। বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষার উন্নয়নের বিকল্প নেই।
কর্মশালায় চাটখিল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন, সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীন সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের সামাজিক প্রতিষ্ঠান একটিভ ফাউন্ডেশনের অর্থায়নে উপস্থিত শিক্ষকবৃন্দকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না