আফজাল হোসেন চাঁদ:
যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী মোড়ল ৭ নভেম্বর ২০২৩ ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার পর শনিবার (৯ মার্চ) প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে এবার বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতিকের প্রার্থী প্রিন্স আহম্মেদ। তিনি আওয়ামী লীগ সমর্থিত ৫জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে একজন।
১২ ভোটকেন্দ্রে ১২ জন প্রিজাইডিং অফিসার, ৬০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১২০ জন পোলিং অফিসার নির্বাচনী দায়িত্ব পালন করেন। উপ নির্বাচনে ৪নং গদখালী ইউনিয়নের ২৩ হাজার ১শত ৬৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার কথা থাকলেও ভোট প্রয়োগ করেছে ১২ হাজার ৪শত ৭৬জন ভোটার। ১শত ৭ ভোট বাতিল এবং বৈধ ভোট ১২হাজার ৩শত ৬৯ ভোট হয়েছে। যার মধ্যে আনারস প্রতিকের প্রার্থী প্রিন্স আহম্মেদ পেয়েছেন ৭হাজার ৮শত ৭৫ ভোট, অটোরিক্সা প্রতিকের প্রার্থী আশরাফ উদ্দীন পেয়েছেন ৩হাজার ১শত ৯৩ ভোট, মোটর সাইকেল প্রতিকের প্রার্থী সাইফুল রহমান এস.এল সাইফ পেয়েছেন ১হাজার ১শত ২৭ ভোট, চশমা প্রতিকের প্রার্থী ইমামুল হোসেন পেয়েছেন ১শত ২৬ ভোট এবং টেলিফোন প্রতিকের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪৮ ভোট। ফলাফলের উপর ভিত্তি করে উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ আনারস প্রতিকের প্রার্থী প্রিন্স আহম্মেদ কে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা দিয়েছেন।
উল্লেখিত ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে প্রশাসনের কঠোর নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম মামুনুর রশীদ, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া, উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ সহ আরও অনেকে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না