এনায়েত করিম রাজিব:
বাগেরহাটের মোরেলগঞ্জে বেলায়েত হোসেন শেখ (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভাঙ্গাসহ কুপিয়ে আঙ্গুল বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে ঘটনাটি ঘটে। হামলার শিকার বেলায়েত সেখ ওই গ্রামের অন্নাত আলী শেখের ছেলে।
গুরুতর আহত অবস্থায় বেলায়েত হোসেনকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে আহতের পরিবার ও এলাকাবাসী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বেলায়েত হোসেন তার ভাতিজাকে নিয়ে শুক্রবার রাতে নিজ গ্রাম থেকে পিরোজপুরের উদ্দেশে যাওয়ার পথে তাদের ওপর হামলার ঘটনা ঘটে বলে তাদের দাবী।
হামলাকারীরা বেলায়েত হোসেনের ডান হাত-পা গুঁড়িয়ে দিয়েছে ও ডান হাতের একটি আঙ্গুলও বিচ্ছিন্ন করে ফেলেছ।
তবে কি কারণে কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না