জাতীয় সংসদ সদস্যের পক্ষে ঝিকরগাছায় ঐতিহাসিক ৭ই মার্চ’র আলোচনা সভা
- আপডেট সময় : ০৫:০০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ১০০
আফজাল হোসেন চাঁদ :
‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক বক্তব্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উদযাপন উপলক্ষ্যে ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য, ঢাকা স্কয়ার হসপিটালের কার্ডিওলজী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও ঝিকরগাছার দৌলতুন্নেছা-ওহাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মো. তৌহিদুজ্জামান তুহিন পক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৮টায় পৌরসদর হাসপাতাল রোড সংলগ্ন পদ্মপুকুরের দৌলতুন্নেছা-ওহাব ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ সাবেক নেতা শরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাবেক দপ্তর সম্পাদক কায়কাবুজ্জামান বাবলু, কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আকিবুজ্জামান, পৌর যুবলীগের আহবায়ক ও ঝিকরগাছা পৌরসভার কাউন্সিলর পরিষদের একরামুল হক খোকন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন সুলতানা, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান সোহাগ, শাহেদুর রহমান শিপলু, যুবলীগ নেতা সাজ্জাত নুরুল হক বিন্তু, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক নাছরীন খান বিথী, যুগ্ম-আহবায়ক জাকিয়া সুলতানা, সদস্য রাবেয়া খাতুন, শাহানা হোসেন রুনু, সাবেক জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সোহাগ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক শেখ রাসেল, যুবলীগ নেতা মাহাবুর আলম রিপন সহ আরও অনেকে। অনুষ্টান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব ওমর শরীফ সাকি।