নারী
রিপন গুণ
হে! নারী তুমি......
জগৎ জুড়ে অসীম মমতায় ছড়াও -
রজনীগন্ধা অথবা বেলির সুভাষ।
ভাটিয়ালী সুরে, মন মাতানো গান
রাত জাগা জোনাকির মতো মিট মিটি -
আলো ছড়িয়ে দাও, বিশ্ব ভুবন মাঝে।
তুমি নারী......
তুমি বিকেল বেলার ফ্যাকাসে হওয়া সূর্যের, মনোরম শোভা
বিষন্নতা কাটিয়ে, ভালো লাগা কিছু মুহূর্ত,
রাতের আকাশে বুকে ফুটে উঠা ঝলমলে চাঁদ
জ্যোৎস্না ভরা রাতে, চাঁদ-জোছনার অন্তরঙ্গ খেলা।
তুমি নারী......
তুমি বর্ষার প্রকৃতির স্নিগ্ধতার পরশে, প্রকৃতির সৌন্দর্য
শরতের সকালে মাটির বুকে- শিউলির বিছানা,
হেমন্তের নবান্ন উৎসবে কৃষাণ- কৃষাণীর প্রাণ খোলা হাঁসি
বসন্তের কোকিলের মধুর কণ্ঠে কুহু উহু ডাক।
তুমি নারী......
তুমি সৃষ্টির শুরুতে ছিলে, অন্তেও থাকবে,
তোমাতেই, মহীয়সী নারী- মাদার তেঁরেসা, নেলসন ম্যান্ডেলা।
তুমি নারী......
তুমি শৈশব, কৈশোর, যৌবন কাটিয়ে, পাও মাতৃত্বে ছোঁয়া -
স্নেহের বাঁধনে আবদ্ধ হয়ে, মিটাও মাতৃত্বের স্বাদ,
মমতার আঁচল তলে -
ধীরে ধীরে বেড়ে তোল আদরের সন্তান।
তুমি নারী......
তুমি অপরূপ কারুকার্যে বুনা, এক নকশী কাঁথা,
তোমার মাঝেই সৃষ্টি হয় কত শিল্পী,
কত লেখক আর কবি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না