ঝিকরগাছায় নারী দিবসের শোভাযাত্রা, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৪:৪২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ৯৭
আফজাল হোসেন চাঁদ :
‘নারী সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা মহিরা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রা, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজলা পরিষদ থেকে আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রা বের হয়ে উপজেলা মোড় প্রদক্ষিণ করে পরিষদের মধ্যে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিকের স্বগত বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশীদ, উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী অবন্তি রানী মন্ডল, সাধারণ সম্পাদক ও সহকারী কমিশনার (ভূমি) এর সহধর্মিনী সামিয়া জামান, শহীদ মশিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক ফারহানা হক, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, কিশোর-কিশোরী ক্লাবের ফিল্ড সুপার ভাইজার ছন্দা দত্ত, মিতা মন্ডল, জেন্ডার প্রমোন্ডার আব্দুল্লাহ আল মামুন, তাহুরা খাতুন, তিষা আক্তার পাপিয়া, শিক্ষক সমির কুমার চক্রবর্তী, শফিকুল ইসলাম, রিজন বিশ্বাস, হাসান আল মামুন শামীম, রাজু হোসেন, বিশ্বজিৎ, তপন হালদার, মুকুল হোসেন, শঙ্খমিত্রা গাঙ্গুলী, চম্পা খাতুন সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ।