০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

নওয়াবেঁকী বাজারে প্রকাশ্যে অবৈধ ছাদের কার্যক্রমে নিরব ভূমিকায় প্রসাশন

পরিতোষ কুমার বৈদ্য:
  • আপডেট সময় : ১২:৪৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • / ১৪১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পরিতোষ কুমার বৈদ্য:

শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে নীতি বহির্ভূত ভাবে প্রকাশ্য দিবালোকে অবৈধ ছাদের কার্যক্রম চালানোর অভিযোগ।
বৃহস্পতিবার (৭মার্চ) নওয়াবেঁকী বাজারে গিয়ে দেখাযায় ওয়াবদা রোডের পাশে বরাদ্দের চেয়ে বড় জায়গা জুড়ে বহুতল ভবনের পরিকল্পনায় ছাদের কার্যক্রম চলছে।
খোজনিয়ে যানাযায় বড়কুপট এলাকার বাসিন্দা বিমল মন্ডল নামের এক ব্যাক্তির নেতৃত্ব ৫ রুম বিশিষ্ট এ মার্কেট নির্মাণ করছে।
স্থানীয়দের অভিযোগ অবৈধভাবে ছাদ দেওয়ার প্রকৃরীয়ায়র সাথে যুক্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা যার কারনে প্রকাশ্যে ছাদের কার্যক্রম চালাতে পারছে।
এদিকে বাজারের পেরিফেরিভুক্ত জায়গায় ইজারা শর্ত ভঙ্গ করে নকশা বহির্ভুত পাকা স্থাপনা নির্মান কাজ চলছে কয়েকদিন ধরে, সরকারি পেরিফেরিভুক্ত জায়গা নিয়ে এমন অনিয়ম আর আইন বিরুদ্ধ কর্মকান্ড প্রকাশ্যে চললেও ‘পা’ ফেলা দুরত্বে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসের কর্তব্যক্তিদের নজরে তা কোনভাবে আসছেই না কেন? এ নিয়ে জনমানুষের ভিতরে ক্ষোভ তৈরি হয়েছে।
অবৈধ স্থপনা নির্মাণ কারী বিমল মন্ডল জানায় এর আগে নওয়াবেঁকর বাজারে ছাদের ঘর হয়েছে তাই করছি।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশন( ভূমি) আসাদুজ্জামান বলেন বিষয়ে অবগত ছিলাম না এখনই লোক পাঠাচ্ছি।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

নওয়াবেঁকী বাজারে প্রকাশ্যে অবৈধ ছাদের কার্যক্রমে নিরব ভূমিকায় প্রসাশন

আপডেট সময় : ১২:৪৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পরিতোষ কুমার বৈদ্য:

শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে নীতি বহির্ভূত ভাবে প্রকাশ্য দিবালোকে অবৈধ ছাদের কার্যক্রম চালানোর অভিযোগ।
বৃহস্পতিবার (৭মার্চ) নওয়াবেঁকী বাজারে গিয়ে দেখাযায় ওয়াবদা রোডের পাশে বরাদ্দের চেয়ে বড় জায়গা জুড়ে বহুতল ভবনের পরিকল্পনায় ছাদের কার্যক্রম চলছে।
খোজনিয়ে যানাযায় বড়কুপট এলাকার বাসিন্দা বিমল মন্ডল নামের এক ব্যাক্তির নেতৃত্ব ৫ রুম বিশিষ্ট এ মার্কেট নির্মাণ করছে।
স্থানীয়দের অভিযোগ অবৈধভাবে ছাদ দেওয়ার প্রকৃরীয়ায়র সাথে যুক্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা যার কারনে প্রকাশ্যে ছাদের কার্যক্রম চালাতে পারছে।
এদিকে বাজারের পেরিফেরিভুক্ত জায়গায় ইজারা শর্ত ভঙ্গ করে নকশা বহির্ভুত পাকা স্থাপনা নির্মান কাজ চলছে কয়েকদিন ধরে, সরকারি পেরিফেরিভুক্ত জায়গা নিয়ে এমন অনিয়ম আর আইন বিরুদ্ধ কর্মকান্ড প্রকাশ্যে চললেও ‘পা’ ফেলা দুরত্বে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসের কর্তব্যক্তিদের নজরে তা কোনভাবে আসছেই না কেন? এ নিয়ে জনমানুষের ভিতরে ক্ষোভ তৈরি হয়েছে।
অবৈধ স্থপনা নির্মাণ কারী বিমল মন্ডল জানায় এর আগে নওয়াবেঁকর বাজারে ছাদের ঘর হয়েছে তাই করছি।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশন( ভূমি) আসাদুজ্জামান বলেন বিষয়ে অবগত ছিলাম না এখনই লোক পাঠাচ্ছি।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন