বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে তিন দিন ব্যাপী "ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪" এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার সকাল ১১ টায় এ মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপলক্ষে বিভিন্ন আলোচনা সভা, রেলি, বিভিন্ন স্টলে প্রান্তিক কৃষকদের ফল, আন সিজনাল ফল, কলা, তরমুজ, অসময়ের আম, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। কৃষি বিষয় নিয়ে উপজেলা মিলনায়তনে এক সবার আয়োজন করা হয়। কিভাবে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করে চাষিরা উন্নতি করবে ব্যাপকভাবে সে আলোচনা করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা।
এ ছাড়া উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশাদুজ্জামান শুভ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা মন্ডল ও সালমান জামান, প্রেসক্লাব মোল্লাহাটের এম এম মফিজুর রহমান সাংবাদিক আবদুল্লাহ ফারুক সাংবাদিক মনিরুজ্জামান, প্রমুখ। উল্লেখ্য, ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪" চলবে ৫,৬ ও ৭ মার্চ পর্যন্ত।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না