বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনে এনডিসি’র প্রতিনিধি দল
- আপডেট সময় : ০৮:৩৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ১৮৯
বাগেরহাট প্রতিনিধি :
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)’র ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল বাগেরহাটের ঐতিহ্যবাহি ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করছেন। বুধবার (৬ মার্চ) সকালে এনডিসি’র ২৭ সদস্যের প্রতিনিধি দলটি ষাটগম্বুজ মসজিদ প্রঙ্গনে এসে পৌছায়।
এ সময় তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৬ মার্চ সকালে Internal Study Tour (IST-1) National Defence Course (NDC)-2024 এর মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর নেতৃত্বে ২৭ জনের একটি টিম ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, বাগেরহাট জাদুঘর, খানজাহানের প্রাচীন রাস্তা ও খানজাহান (র:) এর মাজার পরিদর্শন করেন।
এ সময় এনডিসি কোর্সে ভারত, শ্রীলঙ্কা, কুয়েত, মালী, জাম্বিয়া, সৌদি আরব, নাইজেরিয়া এবং কাতার এর ৮ জন সদস্য অংশগ্রহণ করেন।
এ সময় বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন), ডিজিএফআই, এনএসআই, টুরিস্ট পুলিশ, ব্যাটালিয়ন আনসার এনডিসি কোর্সের সকল সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। এর আগে গত ৫ মার্চ প্রতিনিধি দলটি সুন্দরবন ভ্রমন করেন।