০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
শিরোনাম:
দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভৈরবনদের কোমর অপসরণ
মাহমুদ হাসান রনি :
- আপডেট সময় : ০৭:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ৯৯
মাহমুদ হাসান রনি :
দামুড়হুদার কার্পাসডাঙ্গার সুবলপুরে ভৈরব নদে দেশীয় মৎস্য প্রজাতি রক্ষার লক্ষ্যে নদী হতে কোমর অপসারণ করা হয়েছে। এ সময় পোড়ানো হয় অবৈধ চায়না জাল। বুধবার বেলা ১১ টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার নেতৃত্বে একটি দল উপজেলার
কার্পাসডাংগা ইউনিয়নের সুবলপুর ভৈরব নদে অবস্থান করেন। এ সময় দলটি নদের বেশীর ভাগ অংশে চায়না ম্যাজিক জাল দেখতে পান ও ক্ষোভ প্রকাশ করেন। পরে দেশীয় মৎস্য প্রজাতি রক্ষার লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক পরিচালিত যৌথ এ দলটি নদীতে বিদ্যমান কোমর অপসারণ করাসহ চায়না ম্যাজিক জাল জব্দ করে তা বিনষ্ট করেন।