দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মোরেলগঞ্জে বাজার মনিটরিং করলেন উপজেলা নির্বাহী অফিসার
- আপডেট সময় : ০৭:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ৯৫
এনায়েত করিম রাজিব, বাগেরহাট :
বাগেরহাটের মোরেলগঞ্জ শহরের কাঁচাবাজার, মাছ-বাজার, কাঁচামালের আড়তসহ বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান। বুধবার বেলা ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিট্রিট
প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ প্রদান করেন, আড়তদারদের পেঁয়াজ বা অন্য কোনো মালামাল নিয়ে কারসাজি না করতে নির্দেশ প্রদান করেন।
বাজার মনিটরিংকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ীদের বিভিন্ন দিক নির্দেশনা ও অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্য সর্তক বার্তা দিয়ে বলেন, পন্য গুদামজাত করে অপপ্রচার চালিয়ে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মনিটরিং কালে থানা পুলিশ, স্থানীয় কাউন্সিলর গন, বাজার কমিটির সদস্যগন,সেনেটারি ইন্সপেক্টর ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা সাথে ছিলেন।