ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ মুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার (১০ডিসেম্বর) এই মুক্ত দিবস পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনীর কবল থেকে ময়মনসিংহ জেলা মুক্ত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকালে নগরীর ছোটবাজার মুক্তমঞ্চে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সাবেক ধর্মমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। পরে বণার্ঢ্য বিজয় র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম,জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা, মশমনসিংহ সিটি করপোরেশন এর মেয়র ইকরামুল হক টিটু, ও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ জেলা আওয়ামী লীগ -বিভিন্ন বাহিনীর সদস্যও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ নানা শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ১০ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ময়মনসিংহ ছোট বাজার মুক্তিযুদ্ধা স্মরণী মুক্ত মঞ্চে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না