১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
ফতুল্লায় ঝুটের গোডাউনে আগুন
প্রতিদিনের নিউজ :
- আপডেট সময় : ০২:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ১৩০
প্রতিদিনের নিউজ :
নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (৬ মার্চ) সকালে পূর্ব দেলপাড়ার পেয়ারাবাগ এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ সময় পুরো কারখানা ও ঝুটের গোডাউন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া জানান, ফতুল্লায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আছে।