মাওলানা লুৎফর রহমানের ইন্তেকাল
- আপডেট সময় : ১০:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
- / ১২৯
মোহাম্মদ আলী, রামগঞ্জ :
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, প্রখ্যাত আলেমেদ্বীন ও মুফাসসিরে কোরআন রামগঞ্জ তথা লক্ষ্মীপুরের কৃতি সন্তান মাওলানা লুৎফর রহমান হুজুর (৮৮) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে আজ রবিবার দুপুর পৌনে তিনটায় ঢাকার একটি হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
এর আগে গত মাসের ১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল পৌনে দশটায় রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের নিজ বাড়ীতে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বলে জানান, ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার।
আবু সালমান মোহাম্মদ আম্মার জানান, তার বাবা মাওলানা লুৎফর রহমান ১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল পৌনে দশটায় হটাৎ মাথা ঘুরে পড়ে যান। সাথে সাথে বাড়ীর লোকজন উনাকে লক্ষ্মীপুর আধুনিক হসপিটাল নিয়ে যান। সেখান থেকে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে মাওলানা লুৎফর রহমানকে নিয়ে ঢাকার ধানমন্ডি ইবনেসিনা হসপিটালের ভর্তি করান।
মাথায় বড় ধরনের অপারেশনসহ মাওলানা লুৎফর রহমানকে উন্নত চিকিৎসা দেয়া হলেও মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। প্রায় ১৮দিন পর আজ রবিবার দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
আবু সালমান মোহাম্মদ আম্মার আরো জানান, ২০২১ইং সনে একবার মাইনর স্ট্রোকে আক্রান্ত হন তার বাবা মাওলানা লুৎফর রহমান।
প্রখ্যাত এ আলেমেদ্বীন মাওলানা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী বক্তা। একজন স্বনামধন্য বক্তা হিসাবে দেশে ও বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে।
ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান ৫ কন্যা ও ২ ছেলের জনক। মাওলানা লুৎফর রহমানের পরিবারের সদস্যরা উনার জন্য দোয়া চেয়েছেন। পরিবারের সদস্যরা জানান ওনার প্রথম জানাজার নামাজ আজ রাত ৮ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে,দ্বিতীয় জানাজা আগামীকাল সকাল ৮:৩০ নাগের হাট কেন্দ্রীয় মসজিদ, তৃতীয় জানাজা ১০:৩০ বদরপুর কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।