ডেমরা সংবাদদাতা :
রাজধানীর ডেমরায় ফেন্সিডিল সেবনরত অবস্থায় থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খান (২৬) সহ ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দারের নেতৃত্বে ডেমরা বাজার এলাকায় আসিফের ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। যার অনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলো, ডেমরা বাজার সংলগ্ন কামারগোপ এলাকার মৃত আ. খালেকের ছেলে আসিফ, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি সাহেবপাড়া এলাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ থানার তাল শহর গ্রামের শামিম আহম্মেদ মোক্তারের ছেলে শামসুল আরেফীন পলাশ ওরফে সুমন (৩১), রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরে বসবাসরত কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বল্লভপুর গ্রামের হাশেম সরকারের ছেলে মো. মমিন সরকার (৩৬) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দক্ষিণ নোয়াপাড়া গ্রামের মৃত শমশের আলীর ছেলে মোশোরফ হোসেন ওরফে শিপলু (৩৮)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়নস্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। তিনি আরো জানান, আসিফ দীর্ঘদিন ধরে ডেমরায় মাদক চক্রের মাধ্যমে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না