মাহমুদ হাসান রনি :
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত হতে ঢাকা গামী ভূট্টা বোঝাই ট্রাক তল্লাসী করে পুলিশ ১৭১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারের পাশে কিরণগাছি গ্রামে অভিযান চালায়। এসময় দর্শনা থেকে ঢাকা গামী একটি ট্রাককে গতিরোধ করে ট্রাক চালক দর্শনা আকন্দবাড়ীয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহাগ মিয়া (৩২) ও হেলপার একই গ্রামের নূর আলমের ছেলে সোহাগ হোসেন (২৭)কে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে ভুট্টার বস্তার পিছনে বিশেষ কায়দায় রাখা ১৭১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গা দর্শনা থেকে ঢাকাগামী ভুট্টা বোঝাই ট্রাকে ঢাকায় ফেনসিডিল পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে উক্ত স্থানে এ অভিযান চালিয়ে ট্রাকসহ (ঢাকা মেট্রো ট ২২-২৪৬৭) ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিলের চালানটি দর্শনা থেকে ঢাকায় যাচ্ছিল বলে তিনি জানান। ফেনসিডিল পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে ট্রাকের চালক সোহাগ মিয়া ও হেলপার সোহাগ হোসেনকে আটক করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না