এনায়েত করিম রাজিব, বাগেরহাট :
“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ, আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার উপস্থিত ছিলেন।
এ সময় জীবন ও জীবিকা নির্বাহের সামর্থ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। জীবনের জন্য একটি বীমা নিরাপত্তা নিয়ে রাখাই বিচক্ষণতার কাজ। কারণ, বীমা প্রিয়জনদের জন্য এমন একটি আর্থিক সুরক্ষা নিশ্চিত করে যা প্রয়োজনের সময়ে আপনার এবং আপনার প্রিয়জনদের সহায়ক হয়ে দাঁড়ায়। স্বাগত বক্তব্যে বীমার গুরুত্ব তুলে ধরেন নির্বাহি কর্মকর্তা।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সহযোগিতায় এসময় বিভিন্ন বীমা প্রতিনিধি ও বীমা অনুরাগীরা উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না