জুমার জামাতে অন্যকে উঠিয়ে তার জায়গায় বসা; যা বলেছেন নবিজি (সা.)
- আপডেট সময় : ১২:৩৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / ১৩৪
প্রতিদিনের ইসলাম :
জুমার দিন ইমামের কাছাকাছি বসার আগ্রহ ও চেষ্টা থাকা উচিত। কিন্তু সেজন্য আগে আগে মসজিদে উপস্থিত হতে হবে। মসজিদে পরে উপস্থিত হয়ে অন্য মুসল্লিদের ডিঙিয়ে তাদেরকে কষ্ট দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করা অন্যায় ও গুনাহের কাজ। একইভাবে মসজিদে আগে এসে বসেছে এমন কাউকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে সেখানে নিজে বসাও নিন্দনীয় কাজ। কাতারের মাঝে ফাঁকা জায়গা থাকলে সেখানে বসা যেতে পারে অথবা অন্যদের একটু নড়েচড়ে বসার অনুরোধ করে নিজের জায়গা করে নেওয়া যেতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
لاَ يُقِيْمُ الرَّجُلُ الرَّجُلَ مِنْ مَقْعَدِهِ ثُمَّ يَجْلِسُ فِيْهِ ، وَلَكِنْ تَفَسَّحُوْا وَتَوَسَّعُوْا
কেউ যেন অন্যকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে সেখানে নিজে না বসে। বরং উপস্থিত সবাইকে বলবে, আপনারা একটু নড়েচড়ে বসুন, আমাকে বসার জন্য একটু জায়গা করে দিন। (সহিহ মুসলিম: ২১৭৭)
জাবির (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে জুমার দিনের কথা বিশেষভাবে উল্লেখ করে নবিজি (সা.) বলেছেন,
لاَ يُقِيْمَنَّ أَحَدُكُمْ أَخَاهُ يَوْمَ الْـجُمُعَةِ ثُمَّ لْيُخَالِفْ إِلَى مَقْعَدِهِ فَيَقْعُدَ فِيْهِ وَلَكِنْ يَقُوْلُ افْسَحُوْا
তোমাদের কেউ যেন জুমার দিন কোনো ভাইকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে সে জায়গায় নিজে না বসে। বরং সে উপস্থিত সবাইকে বলবে, আপনারা আমাকে বসার জন্য একটু জায়গা করে দিন। (সহিহ মুসলিম: ২১৭৮)
মসজিদে গিয়ে বসার পর অন্যের সম্মানার্থে উঠে দাঁড়ানো, জায়গা ছেড়ে দেওয়া ইত্যাদিও অনুচিত। তবে নড়েচড়ে বসে নিজের পাশে অন্যকে জায়গা করে দেওয়া উত্তম ও ফজিলতপূর্ণ কাজ। আবু হোরায়রা থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সা.) বলেছেন,
لاَ يَقُوْمُ الرَّجُلُ لِلرَّجُلِ مِنْ مَجْلِسِهِ وَلَكِنِ افْسَحُوْا يَفْسَحِ اللهُ لَكُمْ
কেউ যেন অন্যের সম্মানার্থে তাকে বসার জায়গা করে দেয়ার জন্য নিজের জায়গা ছেড়ে না দাঁড়ায়। বরং নড়েচড়ে বসার জায়গা করে দিন, আল্লাহ তাআলাও আপনাদেরকে জান্নাতে জায়গা করে দেবেন। (মুসনাদে আহমদ: ২/৪৮৩)