রবিউল আলম, গাজীপুর :
গাজীপুর মহানগরীর পূবাইলে সড়ক দুর্ঘটনায় একজন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে আহত হয় একাধিক। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার দিকে পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়ক এলাকার বসুগাঁও এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম মেহরাব (১৭) পিতা মুহিবুল্লাহ। সে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পিপুলিয়া গ্রামের মুহিবুল্লাহর একমাত্র ছেলে।নিহত মেহরাব সহ সবাই জাপান ইন্টারন্যাশনাল ড্রিম মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, কলেজ ছুটির পর সহপাঠীদের সাথে অটো যোগে বাড়ী ফেরার পথে বসুগাও মাহাদী গার্মেন্টস সংলগ্ন টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়কে উঠার সময় টঙ্গীগামী একটি লেগুনা এসে অটোটিকে ধাক্কা দিলে বিদ্যুতের খুঁটির সাথে অটো বাড়ি খেয়ে এ দুর্ঘটনা ঘটে৷ চাপা দেওয়া লেগুনাটিকে আটক করে পূবাইল থানায় নিয়ে যাওয়া হয়। পরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মেহরাবকে মৃত ঘোষণা করেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, বিকেলে বসুগাও এলাকায় অটো লেগুনা সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় একজন মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অটোরিকশা ও লেগুনাটি জব্দ করা হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করিব।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না