ঝিকরগাছার নাভারণ হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে পালন
- আপডেট সময় : ০৬:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১৩
আফজাল হোসেন চাঁদ :
শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি পুলিশের এই স্লোাগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় নাভারণ হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় নাভারন ইউনিয়ন পরিষদের সভা কক্ষে খুলনা হাইওয়ে পুলিশ রিজিয়নের নাভারণ হাইওয়ে থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার যশোর সার্কেল মোঃ নাসিম খান (পিপিএম)।
নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আলীর সভাপতিত্বে ও নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই সিদ্ধার্থ সাহার সঞ্চালনার মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শার্শা প্রেসক্লাবের সভাপতি ইয়ানুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, আইডিবিএস’র সহ সভাপতি এবিএম নুর আলম, যশোর জেলা ট্রাক, ট্র্যাংকললি শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা, নাভারণ হাইওয়ে থানা পুলিশের এসআই (নিঃ) মফিজুল ইসলাম, নাভারন ইউনিয়নের ইউপি সদস্য সোহরাব হোসেন, আতিয়ার রহমান, মুজিবুর রহমান, আশরাফুল ইসলাম বাবুল, ইদ্রিস আলী, শাজাহান কবীর, আশরাফুল আলম, বাবলুর রহমান, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান রাজসহ আরও অনেকে।