বাগেরহাটে সাড়ে তিন বছরের শিশুকে হত্যা, ঘাতক গ্রেফতার
- আপডেট সময় : ০৩:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৫১
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে শিহাব শেখ নামে সাড়ে তিন বছরেরেএক শিশুকে হাত পা বেঁধে হত্যার অভিযোগে হামীম শেখ (১৭) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারী) রাতে চিতলমারী উপজেলার হিজলা গ্রামে থেকে হামীমকে গ্রেফতার করা হয়। এর আগে বিকেল ৫টার দিকে শিহাব শেখ তার নানা মো. মানু শিকদারের সাথে বাড়ীর পাশে খোলা করার সময় আসামি হামীম শেখ শিহাবকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে হত্যা করে নিজ ঘরে ফেলে রাখে। ঘটনার পর চিতলমারী থানা পুলিশ ও অতিঃ পুলিশ সুপার মো. রাসেলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত শিহাব চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের ফরহাদ শেখের ছেলে এবং হত্যার অভিযোগে গ্রেফতার হামীম শেখ উপজেলার হিজলা গ্রামের রমজান শেখের ছেলে।
বাগেরহাটের অতিঃ পুলিশ সুপার মো. রাসেলুর রহমান এ সব তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন রাত সাড়ে আটটার দিকে শিহাব শেখকে হাত-পা বাধাঁ অবস্থায় হামীমের ঘর থেকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিকৃত যৌন রুচি চরিতার্থ করতে যেয়ে এ হত্যা কান্ড ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।