এ কে আজাদ,ময়মনসিংহ:
ময়মনসিংহের গৌরীপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী স্থানীয় শ্রেষ্ঠ জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা শেষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার বানুর সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান,রাজনীতিবিদ ও সাংবাদিক নেতা শফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক আবু কাউসার চৌধুরী রন্টি প্রমুখ। ৫ টি ক্যাটাগরিতে স্থানীয় পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতা নারী হলেন, সমাজ উন্নয়নে পৌরসভার পশ্চিম দাপুনিয়ার দিলুয়ারা আক্তার , শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে কালিপুর মধ্যম তরফের মোছাঃ রোজিনা আক্তার , নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় সদর ইউনিয়নের হাটশিরা গ্রামের মোছাঃ মদিনা, সফল জননী নারী মিড়িকপুরের আঞ্জুমান আরা বেগম ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পৌর এলাকার পূর্ব দাপুনিয়ার হোমাইয়া চৌধুরী ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না