মতলব উত্তরে সাবেক উপজেলা চেয়ারম্যান এসি মিজানের মাতার ইন্তেকাল, দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০৭:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০২
মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান (এসি মিজান) এর মাতা জাহানারা বেগম (৯৫) মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। একই দিন বাদ আসর জহিরাবাদ ইউনিয়ন পরিষদের সামনের মাঠে মরহুমার জানাজার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুমের জানাজার নামাজ পড়ান মাওলানা আব্দুস সামাদ বরকতি।
নামাজে জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমার পুত্র এসি মিজান বলেন, আপনারা সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার মাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। নামাজে জানাজায় অংশগ্রহণ করায় সকলের নিকট কৃতজ্ঞা জ্ঞাপন করেন করেন তিনি ।
নামাজে জানাজায় মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ছেংগারচর পৌরসভার মেয়র আরিফউল্ল্যাহ সরকার, আ’লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, আ’লীগ নেতা আলহাজ¦ মুক্তার হোসেন গাজী, অ্যাড. মনোয়ার হোসেন, জহিরাবাদ ইউপির চেয়ারম্যান গাজী সেলিম রেজা, ফতেপুর পূর্ব ইউপির চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউপির চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, এখলাছপুর ইউপির চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী, আ’লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী’সহ হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন।