ষ্টাফ রিপোর্টার :
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার লতরদি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক নৌকমান্ডো মনির হোসেনের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার, ২৬ ফেব্রুয়ারী রাত আনুমানিক পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, হঠাৎ করে মুখোশ পরে এসে ১০-১২ জন লোক এসে বিল্ডিংয়ের জানালা ভাংচুর শুরু করে। আর বলতে থাকে সাংবাদিক বাদশা কই, সে নির্বাচনে ঈগলের পার্টি করছে। এসব বলে আর ভাংচুর করে। সবাই ভয়ে আত্মহারা হয়ে যায়। বিল্ডিংয়ের বাইরে ও ভিতরে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করেছে। বীর মুক্তিযোদ্ধা মনির হোসেনের ছেলে সাংবাদিক জাকির হোসেন বাদশা। পরে ৯৯৯ এ কল করলে মতলব উত্তর থানার এসআই রফিক ঘটনাস্থলে আসেন।
এ ঘটনায় সাংবাদিক বাদশার স্ত্রী ও ছেলে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। তিনি আরো বলেন, আমার বাবা অসুস্থ আমার মা ভাঙচুরের বাধা দিতে গেলে আমার বাবাকে ঢিল ছুরে।
সাংবাদিক জাকির হোসেন বাদশা বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। যারাই এ ঘটনা করেছে আমি তাদের বিরুদ্ধে আইনগত প্রতিকার চাই এবং সুষ্ঠু বিচার চাই।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না