রবিউল আলম:
গাজীপুর মহানগরীর পূবাইলে পারিবারিক কলহের জেরে অভিমানে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে পূবাইল থানাধীন নৈপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রকিব (২৫)। তিনি গাজীপুর জেলার পূবাইল থানার নৈপাড়া গ্রামের মৃত শাজাহান এর ছেলে। তিনি স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন ।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রাতে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান ।পরে সকাল বেলা যুবকের দাদী বাড়ির কাজ শেষ করে ভিকটিমের ঘরে প্রবেশ করে দেখেন লুঙ্গি পেঁচিয়ে ঘরের সিলিংএর সাথে ঝুলে আছে,পরে দাদীর ডাকচিৎকারে আশেপাশের লোকজন এসে ঝুলন্ত লাশ দেখে থানায় ফোন দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে অভিমানে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, এক যুবক আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না