সংবাদদাতা খুলনা :
কয়রায় বনকর্মীরা তক্ষক সাপ উদ্ধার করে তা অবশেষে সুন্দরবনে অবমুক্ত করেছে। বন বিভাগ জানায়, আজ দুপুর ২ টার দিকে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের বড় আংটিহারা এলাকার ইউপি সদস্য মো. আ. সালামের বাড়ির পাশ্বের একটি গাছে তক্ষক সাপ দেখতে পায় স্থানীয়রা পরে বিষয়টি বন বিভাগকে জানায় তারা। তাৎক্ষণিক সুন্দরবনের খাশিটানা বন টহল ফাঁড়ির স্টাফরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তক্ষক সাপটি উদ্ধার করে। উদ্ধারের পর স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে খাশিটানা বন টহল ফাঁড়ির আওতাধীন সুন্দরবনে তক্ষক সাপটি অবমুক্ত করা হয়েছে।
খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের ধারনা একটি সংঘবদ্ধ। পাচারকারীরা তক্ষক সাপটি বিক্রি করার জন্য হয়তো কারও বাড়িতে লুকিয়ে রাখে। সেখান থেকে তক্ষক সাপটি যেভাবেই হোক বাহির হয়ে গাছে উঠে আসে।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সাথে বনকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে। অতঃপর সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না