আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে কিশোরীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় পৌর সদরের পুরন্দরপুর সাদ্দামপাড়া গ্রামে মেঘনা নারী ও শিশু উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ও পেন ফাউন্ডেশনের সহযোগিতায় কিশোরীদের বয়ঃসন্ধি ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং বাল্যবিবাহ প্রতিরোধের উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ।
পেন ফাউন্ডেশনের উঠান বৈঠকে পুরন্দরপুর সাদ্দামপাড়া গ্রামের গৃহিনী আমেনা খাতুনের সভাপতিত্ব উপস্থিত ছিলেন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, নারী উদ্যোক্তা জেবুন্নেছা জেনাস, স্থানীয় কিশোরী ক্লাবের সদস্য ফারজানা আক্তার জারিন, কাজল রেখা, ইসরাত জাহান ঐশী, কনিকা ইয়াসমিন বৃষ্টি, নুছরাত জাহান ঝিলিক, সোনালী আক্তার, মনিকা ইয়াসমিন মেঘলা, রুকাইয়া তাসলিম, সুমাইয়া আক্তারসহ আরো অনেক।
--
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না