স্বর্ণালংকার ছিনতাইয়ের ১২ ঘন্টা পর নদী থেকে ব্যবসায়ীর গাড়ি উদ্ধার
- আপডেট সময় : ০১:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৮
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারপিট করে ১৬০ ভরি স্বর্ণালংকার, আড়াই লাখ টাকা ও মোটরসাইকেল (স্কুটি)ি ছনতাইয়ের ১২ ঘণ্টার পর মোটরসাইকেলটি উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২৪ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কুঠিবাড়ি গ্রামের পানগুছি নদীর চরে মোটরসাইকেলটি এলাকার লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
উল্লেখ্য শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে পৌরসভার সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে জুয়েলার্স ব্যবসায়ী মিলন কর্মকারকে ছিনতাইকারীরা পিটিয়ে গলায় গামছা পেচিয়ে আহত করে স্বর্ণালংকারের ব্যাগ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
ছিনতাই ঘটনার খবর পেয়ে বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ক্রাইমসিন দল ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দু’টি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছিনতাইকৃত মোটরসাইকেলটি কুঠিবাড়ি সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও স্বর্ণ উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে।