আজিজুল ইসলাম :
পাইকগাছায় বাগদার পোনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নির্বাচনোত্তর দায়িত্ব হস্তান্তর ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জানিয়ারী অনুষ্ঠিত নির্বাচনে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।নির্বাচিতরা হলেন সভাপতি বাবুরাম মন্ডল, সহ-সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আসলাম পারভেজ, সদস্য মো. আব্দুল জলিল ঢালী, গাজী বজলুর রহমান ও তুষার কান্তি মন্ডল।
বৃহস্পতিবার (২২ শে ফেব্রুয়ারী) দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মো. সাজ্জাত আলী সরদার। শপথ বাক্য পাঠ করান সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা এ্যাডঃ মোর্ত্তজাজামান আলমগীর রুলু।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সভাপতি মোহাম্মদ আলী গাজী সহ বক্তব্য রাখেন মো. আইয়ুব আলী, আব্দুল মান্নান সানা ও আফজালুর রহমান মিঠু ও অফিস সহকারী আবু সাহাব আলী।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না