ঝিকরগাছায় নছিমনের নিয়ন্ত্রণ হারিয়ে চালক টনি নিহত
- আপডেট সময় : ১০:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১৫
আফজাল হোসেন চাঁদ :
যশোর বেনাপোল মহাসড়কের বেনেয়ালী ব্রাক অফিসের সামনে নছিমনের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চালক টনি হোসেন (২২) নিহত হয়েছে। সে উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা গ্রামের বেলে মাঠপাড়া এলাকার আবুল কালামের ছেলে
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরগামী যাত্রীবাহী একটি বাস ও আর একটি নসিমনটি বেনেয়ালি ব্রাক অফিসের সামনে আসলে নসিমন চালক টনি হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে ইজিবাইকে তুলে হাসপাতালে নিয়ে যায়।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গোপা অধিকারী জানান – হাসপাতালে চিকিৎসা নিতে আসা পূর্বে পথিমধ্যেই নসিমন চালকের মৃত্যু হয়েছে।
নিহতের ছোট ভাই জনি বলেন, কপালে যা ছিলো তাই হয়েছে। আমরা কোন মামলা করব না।
নাভারন হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মফিজুল ইসলাম বলেন, নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালক টনি হোসেন মারা যায়। মরদেহটি নিহতের ছোট ভাই জনির নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হবে।