মোজাম্মেল হক :
চাটখিল উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে বাবুল চৌধুরী চ্যারিটি ফাউন্ডেশন। শিক্ষা বৃত্তি প্রদান উপলক্ষ্যে ফাউন্ডেশনের কার্যালয়ে বুধবার (২১ফেব্রুয়ারি) বিকেলে ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আবুল হোসেন বাবুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কড়িহাটি ছালেমিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, তালতলা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশেকে এলাহী, হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ, সিংবাহুড়া গালর্স একাডেমির প্রধান শিক্ষক উত্তম কুমার, বাবুল চৌধুরী চ্যারিটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সোহাগ চৌধুরী প্রমুখ। সভা শেষে বৃত্তি প্রাপ্ত ২৫ জন শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা, সনদপত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না