মমিনুল ইসলাম :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২১ ফ্রেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষ্যে ২১ ফ্রেব্রুয়ারী রাতে প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ভোরে প্রভাত ফেরী বের করা হয়েছে। এছাড়া বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয় দিবসটি।
রাত ১২ টা ১ মিনিটের সময় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা, মতলব উত্তর থানার ওসি মো. শহীদ হোসেন, বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, শহীদ মিনার প্রাঙ্গণে।
উপজেলা পরিষদের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা প্রশাসনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউএনও একি মিত্র চাকমা। সকাল ভোরে সূর্যদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রভাত ফেরী বের করে উপজেলা প্রশাসন।
এদিকে মতলব উত্তর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন ও বিভিন্ন রকমের আয়োজন করে মাতৃভাষা দিবসটি উদযাপন করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না