পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
খুলনার পাইকগাছায় মৎস্য সম্পদ উন্নয়নে সংগঠনের প্রয়োজনীয়তা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে লোনা পানি কেন্দ্রের সম্মেলন কক্ষে উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ফোয়াব) সভাপতি মোল্লা সামছুর রহমান (শাহীন)। প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকরী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, লোনা পানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহমেদ, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, ঘের মালিক সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন। ফোয়াব এর যুগ্ম-সম্পাদক শেখ শাকিল হোসেনের উপস্থাপনায় বক্তৃতা করেন, ক্লাস্টার সদস্য রবিন বিশ্বাস, প্রীতিশ মন্ডল, মোঃ সাইদুর রহমান, বিদ্যুৎ ঘোষ, সহ অন্যান্য সদস্য ও ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, চিংড়ী উৎপাদন বৃদ্ধিতে আধা নিবিড় চাষ করতে হবে। একই সাথে এ সম্পদটি টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া চিংড়ীতে পুশ বন্ধ সহ সরকারি নির্দেশনা মেনে চলার কথা বলেছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না