ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি-ছিনতাই, ডাকাতি প্রতিরোধ, আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে চলমান মামলা সমুহ দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।এসআই টিটু সরকারর নেতৃত্বে একটি টীম অভিযান থানার ঘাট ও বয়ড়া পশ্চিমপাড়া এলাকা থেকে নিয়মিত মামলায় আসামী আহম্মদ আলী ওরফে বিল্লাল, মোস্তফা কামাল তুহিন, এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম বয়ড়া পশ্চিমপাড়া এলাকা থেকে নিয়মিত মামলায় আসামী আহম্মদ আলী ওরফে বিল্লাল,এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে একটি টীম পাটগুদাম মদের ডিপুর সামনে থেকে মাদক মামলায় মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম জয়কে দুইশত গ্রাম গাঁজা, এসআই আল মামুনের নেতৃত্বে একটি টীম অভিযান ফকিরাকান্দা থেকে মাদক ব্যবসায়ী এনামুল হাসান রনিকে হেরোইনসহ, এসআই টিটু সরকারের নেতৃত্বে একটি টীম দাপুনিয়া বাজার থেকে মাদক ব্যবসায়ী মোঃ হৃদয় হাসান বেগম, তাওহিদ হাসানকে ৯০ পিচ নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার করে। এসআই কুমোদলাল দাসের নেতৃত্বে একটি টীম জিমনেশিয়াম খেলার মাঠ থেকে নিয়মিত মামলার আসামী মাশরুল হক নাদিম, এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম রাজধানী থেকে গুলশান থানা পুলিশের সহায়তায় প্রতারনা ও আত্মসাৎ মামলায় আসামী রেজাউল করিম ওরফে শিমুল,এম আজাদ, মোঃ সুজন ভূইয়া, শহিদুল ইসলাম ওরফে শহিদ চেয়ারম্যান ও মনির হোসেন সরকারকে, এসআই টিটু সরকার সংগীয় ফোর্স সহ চরপাড়া মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ রাজু মিয়াকে গ্রেফতার করে। এছাড়া এসআই কামরুল হাসান, টিটু সরকার, ফারুক আহম্মেদ, আনোয়ার হোসেন, ০১নং ফাড়ি, সাইদুর রহমান, এএসআই মিজানুর রহমান, সোহেল রানা, হাফিজ, বিল্লাল, হুমায়ুন, রফিকুল, সাইফুল-২, এসআই উত্তম কুমার দাস, এএসআই মিজানুর রহমান, ছামিউল হক, সোহরাব, মোজাম্মেল, ছাত্তার, আবুল হাসান থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ২৫ জনকে গ্রেফতার করে।তারা হলো, মোঃ আক্রাম, কাইয়ুম, মোঃ বাচ্চু মিয়া, মোঃ রিফাত, মোঃ আরাফাত, পঞ্চশ ঋষি, শাহীন, মোঃ এনামুল হক লিটন আকন্দ, এনামুল হক লিটন আকন্দ, মোঃ আরিফ, এনামুল হক লিটন আকন্দ, এনামুল হক লিটন আকন্দ, শাকিল, মোঃ সোবহান, মোঃ নাহিদ, মোঃ আশিকুল ইসলাম, মোঃ আল আমিন জামাল, মোঃ আঃ হক, মোঃ মেহেদী হাসান, মোঃ আল উজ্জল আহাম্মেদ মালিক, মোঃ আঃ হক, রফিকুল ইসলাম ও মোঃ এহসান উল্লাহ। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে অভিযান সফল করতে সর্বস্তরের জনতার সহযোগিতা প্রত্যাশা করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না