মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক জায়গা দখল করে দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মতলব উত্তর উপজেলার উত্তর টরকী গ্রামে।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের উত্তর টরকী গ্রামের মৃত-শামসুল হক বেপারির স্ত্রী রেনুজা বেগম দীর্ঘদিন ধরে সন্তানদের নিয়ে তার বাড়িতে বাবাস করে আসছে। কিন্তু কিছু দিন ধরে তার দেবর মুকুল হক বেপারী জোরপূর্বক তার বসতভিটা জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছে। পরে স্থানীয় লোকজনদের নিয়ে মিমাংসার চেষ্টা করে। পরে রেনুজা বেগম মতলব উত্তর থানায়, উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে ও চাঁদপুর বিজ্ঞ আদালতে অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে আদালত নিষেধাজ্ঞা জারী করেন।
তারপর মুকুল হক বেপারি গত ১৭ ফেব্রুয়ারী জোরপূর্বক রাতের আধারে দেয়াল নির্মাণ করে জায়গা দখল করে।
এ বিষয়ে রেনুজা বেগম গত রবিবার ১৮ ফেব্রুয়ারী বিজ্ঞ আদালতে মামালা দায়ের করলে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আদালত ১৪৫ ধারা মোতাবেক নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।
এ বিষয়ে মুকুল হক বেপারি জানান, আমি মিমাংসার চেষ্টা করেছিলাম। তাছাড়া এই সম্পত্তির মালিক আমি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না