বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের রামপালে ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও গাববুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫ টায় ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও গাববুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বাগেরহাট-৩ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার (এম.পি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান, অধ্যক্ষ খালিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রধান তালুকদার রাসেল মাহমুদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ বজলুর রহমান, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, প্রভাষক মো. মোস্তফা কামাল পলাশ, শেখ শাহনেওয়াজ, প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস, তাহারুমা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩৪ টি ইভেন্টে অংশগ্রহণ করে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না