মাহমুদ হাসান রনি :
চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার সকাল ৬ টায় জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বাঁকা আশতলা পাড়ার ব্রিকফিল মোড় এলাকা এক অভিযান চালায়।
এ সময় মোটর সাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের হাসপাতাল পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে পরশ (৩০), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের বিশারত আলীর ছেলে সালাউদ্দিন (২৬) ও একই উপজেলার বাঁকা আশতলা পাড়ার আজগর আলীর ছেলে লাল্টু হোসেন (৪০) গ্রেফতার করে। এসময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না