সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে আমেরিকা প্রবাসী সাংবাদিক লেখক ও মুক্তিযুদ্ধের গবেষক অঅ্যাডভোকেট. রনেন্দ্র তালুকদার পিংকু' রচিত মুক্তিযুদ্ধের অনন্য উপাখ্যান 'ভাটির বীরাঙ্গনা' গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই গ্রন্থের মোড়ক উন্মোচন হয়।
ডেইলি সুনামগঞ্জ.কম ও জলকন্যা সাহিত্য পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট. আসাদ উল্লাহ সরকার, দৈনিক সুনামকণ্ঠ'র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, কবি ও লেখক সুখেন্দু সেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু,দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ দে, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অঅ্যাডভোকেট. খলিল রহমান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন:ডেইলি সুনামগঞ্জ.কম ভারপ্রাপ্ত সম্পাদক রওনক আহমদ বখত।
পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনির পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জলকন্যা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন, সংগীত শিল্পী তুলিকা ঘোষ চৌধুরী, ব্যাংক কর্মকর্তা আশরাফ হোসেন লিটন, বিধান বনিক।পরে ভাটির বীরাঙ্গনা' গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত এবং অতিথিরা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না