রবিউল আলম, গাজীপুর :
জমজমাট আয়োজনে শেষ হয়েছে একটিভ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি পূবাইলের মাজুখানে একটিভ স্কুলের সামনে মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ড কাউন্সিলর, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক পূবাইল ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সম্পাদক হাজী মোহাম্মদ আলী সরকার। ৪০নং ওয়ার্ড আ. লীগের আহবায়ক, মো. হাসানুল বান্না (মজু), পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর, আলহাজ্ব আব্দুর রশিদ, একটিভ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক, মো রুস্তম আলী, পরিচালক মো. মনসুর আলী, পরিচালক মো. আক্কাস আলী, গাজীপুর মহানগর কিন্টার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ,গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন পূবাইল থানার সভাপতি মাসুদুর রহমান সিদ্দিকী, ঢাকা মটরপাটস ব্যাবসায়ী কল্যাণ সমিতির সহকারী সম্পাদক মো. ইউছুফ মোল্লা, পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি, মো. রবিউল আলম, হাতেম প্রিন্টার্স এন্ড মেটালিক প্রোপাইটার, মো. আব্দুল্লাহ আল-হাতেম, জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকরাম হোসে, মফিজ উদ্দিন মন্ডল স্কুলের প্রধান শিক্ষক মো. জনি আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,একটিভ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের চেয়ারম্যান ও বর্তমান সভাপতি হাজী মো. ইলিয়াস মিয়া ও প্রিন্সিপাল মো. সম্রাট তালুকদার।
অনুষ্ঠানে সঞ্চলনা করেন, একটিভ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক মো. আতিকুর রহমান। সকালে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত,জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ক্রীড়াবিদদের কুচকাওয়াজ ও শপথ গ্রহণ ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।
দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও ইভেন্টের মধ্যে ছিল, বিস্কুট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, বল নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য পিলো পাসিং প্রভৃতি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল প্রদান করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না