মোক্তার হোসেন :
কয়রা উপজেলায় সুষ্ঠু,সুন্দর, শান্তিপূর্ণ, নকলমুক্ত পরিবেশে এস,এস,সি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। সারাদেশের ন্যায় এ উপজেলায় গতকাল বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে অতিবাহিত হয়।
শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বলেন, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত, সুন্দর ও শান্তিপূর্ণভাবে নেওয়ার জন্য ইতিমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের মধ্যে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য, কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আমাদী তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, ভি কে এস গিলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, চান্নীচক এলসি স্কুল এন্ড কলেজ, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উত্তরচক আমিনিয়া কামিল মাদ্রাসা, কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসা, ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসা, খাঁন সাহেব কোমর উদ্দিন কলেজ, চান্নিচক মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের ৬২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২২৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ সকল কেন্দ্রে ১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
অন্যদিকে কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসা, ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসা ও উত্তরচক কামিল মাদ্রাসা ৩ টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৭১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
এ সকল কেন্দ্রে ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষায় ৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা সংক্রান্ত তথ্য জানতে চাইলে কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, সুন্দর নকলমুক্ত পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, এবছর প্রশ্ন পত্র সহজ হয়েছে। তুলনামূলক ভাবে পরীক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন
করবে।এদিকে পরীক্ষা কেন্দ্রগুলোতে দেখা গেছে, শান্তিপূর্ণ পরিবেশ। কেন্দ্রের ভেতর ও বাইরে প্রশাসনের নিচ্ছিদ্র নিরাপত্তা। শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার লক্ষ্যে কঠোর নির্দেশনা অব্যহত রয়েছে।
উপজেলা ভূমি কর্মকর্তা এসি ল্যান্ড তারিক উজ্জামান পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না