বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে পুলিশের উপর বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আতিকুস সামাদ আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। আদালতের রায়ে জেএমবি’র ৪ সদস্যকে ৩ বছর, তিন সদস্যকে ২ বছর করে এবং একজনকে ১ বছরের কারাদন্ড ও একজন বাদে সকলকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আদালতের রায়ে সাজাপ্রাপ্তরা হলেন, মো. আকাশ বাবু, মো. হাবিবুল্লাহ, মোঃ কবিরুল ফরাজী, মিজাননুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, মোঃ কামসুদুর রহমান, মোঃ মোরশেদ আলম ও মোঃ সাইফুল ইসলাম। এদের সকলের বাড়ী বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়। রায় শেষে সাজাপ্রাপ্তদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ অক্টোবর বাগেরহাটের কচুয়া উপজেলার খলিসাখালী গ্রামের একটি বাড়িতে জেএমবি’র সদস্যরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ঘরের মধ্য থেকে পুলিশের উপর বোমা নিক্ষেপ করে জেএমবি’র সদস্যরা। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে এবং বাকী ৪ জনকে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আটক করা হয়। দীর্ঘ ৮ বছর ধরে পর আদালত এ রায় ঘোষনা করে। এসময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ শহীদুজ্জামান।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না