পূবাইলে জন্ম নিবন্ধন সেবায় ধীরগতি, ভোগান্তিতে সাধারণ মানুষ
- আপডেট সময় : ০১:৩৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১২৪
রবিউল আলম, গাজীপুর :
গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকার ৪টি ওয়ার্ডের শত শত নতুন শিক্ষার্থী ও সেবা প্রার্থীরা দীর্ঘদিন ধরে জন্ম নিবন্ধন পেতে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জন্ম নিবন্ধন সেবাপ্রার্থীরা জানান, জন্ম নিবন্ধন পেতে আবেদন করা গেলেও সেটি পেতে কেটে যাচ্ছে মাসখানিকেরও বেশি সময়। এতে করে ভোগান্তির মুখে পড়েছেন স্কুল-কলেজে ভর্তি হতে চাওয়া কোমলমতি শিক্ষার্থীরা। ফলে স্কুলে ভর্তি হওয়া নিয়ে অবিভাবকদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নিবন্ধন শাখার নিবন্ধন প্রস্তুতকারক সানিয়া মুঠোফোনে জানান, নতুন নিবন্ধন কর্মকর্তার যোগদান ও পাসওয়ার্ড পরিবর্তনের কারণে কিছুটা জটিলতা আছে, কিন্তু ধীরগতির কথা কৌশলে এড়িয়ে যায় এই কর্মকর্তা।
স্থানীয় ৪০নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বলেন, গতকাল সিটি কর্পোরেশনের মাসিক মিটিং আমরা বিষয়টি উত্থাপন করেছি ও আইডি পাসওয়ার্ড স্থানীয় কাউন্সিলর অফিসে প্রদানের জন্য সুপারিশ করা হয়েছে, পেয়ে গেলে সেবার মানে আরও উন্নতি হবে বলে আশা করছি।